১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে পরিচালিত ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার চারটি বর্ষেই পাসের হার ৯২ শতাংশের বেশি। এর মধ্যে চার বর্ষের ফলেই দেশের সব মাদ্রাসাকে পেছনে ফেলে শীর্ষে স্থান পেয়েছে রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি চার বর্ষ মিলিয়ে সর্বাধিক ৪৩টি এ+ অর্জন করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে পাওয়া বিস্তারিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, চারটি বর্ষেই সেরা পাঁচ মাদ্রাসার মধ্যে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রথম স্থানে রয়েছে। শুধু ২য় বর্ষেই তারা পেয়েছে ২১টি এ+। আর জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মোট ১৯টি এ+ পেয়ে দ্বিতীয় স্থানে...