চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বিতীয় প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন’ এক শতাব্দীর বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষকে শিক্ষার আলো দিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠার ১১৫ বছর পেরিয়ে গেলেও ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি আজও সরকারি হয়নি, যা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি। ১৯১১ সালে ব্যবসায়ী রামেশ্বর দাস ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্রে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এটির নাম ছিল ‘ভোলাহাট রামেশ্বর হায়ার ইংলিশ স্কুল’। তৎকালীন স্থাপত্যশৈলীতে নির্মিত ছয় কক্ষবিশিষ্ট দৃষ্টিনন্দন ভবনটি আজও অক্ষত আছে। এটি বিদ্যালয়ের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বর্তমানে এটি ‘ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন’ নামে পরিচিত। ব্রিটিশ আমলের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসেবে বিদ্যালয়টিতে হিন্দু ও মুসলিম ছাত্রদের জন্য আলাদা দুটি হোস্টেল ছিল। সেখানে এখন আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। এই...