যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের আরেকটি কথিত মাদকবাহী জলযানে আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী। জলযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে দাবি করেছেন তিনি। সোমবার তিনি জানান, এই আক্রমণে তিনজন নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটেছে। রয়টার্স লিখেছে, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী নৌকার উপর আঘাত হানল। তবে এই নৌকাটিতে মাদক বহন করা হচ্ছিল, নিজের এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “আজ সকালে আমার আদেশে, মার্কিন সামরিক বাহিনী সাউথকম দায়িত্বের এলাকায় ইতিবাচকভাবে চিহ্নিত, অত্যন্ত সহিংস মাদক পাচারকারী অপরাধী চক্র এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে গতিময় আঘাত হেনেছে। “এই অত্যন্ত সহিংস মাদক পাচারকারী চক্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের...