ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দোহায় ইসরায়েলের হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার পর ঘনিষ্ঠ মিত্র কাতারের উদ্দেশে এ আশ্বাস দেন ট্রাম্প। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) কাতারে আঘাত হানবেন না। কাতার খুব ভালো মিত্র, অনেকেই এটা জানে না। তবে তিনি কাতারে হামলা করবেন না। হয়তো তাদের (হামাস নেতাদের) পিছু নেবে।’ ট্রাম্পের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এই দেশে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ নিতে পারেন। এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারে হামলা চালানোর আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন। তবে ট্রাম্প এ প্রতিবেদনের তথ্য অস্বীকার...