স্বাস্থ্য অধিদপ্তরে দুই অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর পরিবর্তন করা হয়েছে এবং একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন দায়িত্বে অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক পরিকল্পনা ও উন্নয়ন শাখার এবং অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরী প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কাজ করবেন। সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমানকে ওএসডি করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে সহযোগী অধ্যাপক ডা. মো. জানে আলম মৃধাকে। তিনি এতদিন ওএসডি হিসেবে একই প্রতিষ্ঠানে সংযুক্ত ছিলেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। স্বাস্থ্য অধিদপ্তরে দুই অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর পরিবর্তন করা হয়েছে...