হংকংয়ের একের পর এক ক্যাচ ছেড়ে দেওয়া কাজে লাগিয়ে শ্রীলঙ্কা পেয়েছে গুরুত্বপূর্ণ জয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ–‘বি’র ম্যাচে সোমবার তারা জয় পেয়েছে ৪ উইকেটে, ৭ বল হাতে রেখে। প্রথমে ব্যাট করে হংকং তোলে ২০ ওভারে ১৪৯ রান। জিশান আলি (২৩) দ্রুত শুরু এনে দেন, তবে মূল ভরসা ছিলেন আনশুমান রাথ ও নিজাকাত খান। রাথ ৪৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন, আর নিজাকাত খান ৩৮ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ দেড়শর কাছাকাছি নিয়ে যান। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক দুই উইকেট নেন দুশমান্থা চামিরা। রান তাড়ায় শুরুতেই উইকেট হারালেও ওপেনার পাথুম নিসাঙ্কা দলকে টেনে নেন। ভাগ্যও ছিল তার সঙ্গী। তিনবার জীবন পেয়ে তিনি খেলেন ৪৪ বলে ৬৮ রানের ইনিংস। তবে তার বিদায়ের পর চাপ তৈরি হয় শ্রীলঙ্কার ওপর। এক পর্যায়ে...