চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিক্ষার্থীদের। সেই সঙ্গে নিরাপত্তাহীনতার কথাও জানান তারা। এদিকে, ভবিষ্যতে সংঘাত এড়াতে আলোচনার মাধ্যমে সমাধান চান স্থানীয়রা। আজ মঙ্গলবার প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় চাইতে পারে তদন্ত কমিটি। গেল ৩১ আগস্ট থেকে দুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর শিক্ষার্থী, গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন জনের বক্তব্য নিয়েছে কমিটি। পাশাপাশি নানা ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সংঘর্ষের কারণ অনুসন্ধান, দোষীদের চিহ্নিত করে শাস্তির সুপারিশ এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ করবে তারা। তদন্ত কমিটি আহ্বায়ক ড. তৈয়ব চৌধুরী বলেন, ‘সুন্দর সৌহাদ্যপূর্ণ পরিবেশ থাকতে হবে। যেটা হয়তো অতীতে স্থায়ী সমাধান খুঁজে বের করতে পারিনি আমরা।...