জানতে চাইলে ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান বলেন, এই রুটে ট্রেন চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, আমাদের থানার সব গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। গাড়ি ছাড়া টহল পর্যন্ত বন্ধ রয়েছে। কোনো গাড়ি না থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে। তারপরও খোঁজ-খবর রাখছি। সকাল থেকে মহাসড়কের সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত...