১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর টিকটক নিয়ে এই সম্ভাব্য চুক্তি বিশ্বের এক নম্বর ও দুই নম্বর অর্থনীতির মধ্যে কয়েক মাস ধরে চলা আলোচনায় একটি বিরল অগ্রগতি। একে বৈশ্বিক বাজারকে অস্থির করে তোলা ব্যাপক বাণিজ্যযুদ্ধ প্রশমনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মাদ্রিদে চীনা আলোচকদের সঙ্গে বৈঠকের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ১৭ সেপ্টেম্বরের সময়সীমা—যা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির কার্যক্রম ব্যাহত করতে পারত—চীনা আলোচকদের একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে উৎসাহিত করেছে। তিনি জানান, সেই সময়সীমা ৯০ দিন বাড়ানো হতে পারে যাতে চুক্তিটি চূড়ান্ত করা যায়। তবে তিনি এর নির্দিষ্ট বিবরণ প্রকাশ করতে অস্বীকার করেছেন। বেসেন্ট বলেন, যখন বাণিজ্যিক শর্তগুলো প্রকাশ করা হবে, তখন এটি টিকটকের সাংস্কৃতিক দিকগুলো সংরক্ষণ করবে, যেগুলো চীনা আলোচকরা গুরুত্ব দেন। তিনি বলেন, তারা অ্যাপটির চীনা বৈশিষ্ট্যগুলোর প্রতি আগ্রহী,...