বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। অল্পের জন্য ওই নারীর স্বামী ও অপর ছেলে বেঁচে গেছেন। এ সময় অটোরিকশাচালক গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দরগাহাট এলাকায় বগুড়া ভান্ডারের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের ইন্দুইল গ্রামের আবুল কালাম আজাদ রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাদের শিশুসন্তান আরাত (৫)। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আবুল কালাম আজাদ রতন সোমবার রাতে বগুড়া শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় স্ত্রী আইনুন নাহার আশা, ছেলে আরাত ও অপর এক ছেলেকে নিয়ে আদমদীঘির সান্তাহারের...