বাংলাদেশে প্রতিদিন মৃত্যুর মিছিল যেন থামছেই না। সড়ক, রেলপথ, জলপথ, বাজার, খোলা মাঠ—প্রায় সব জায়গায় ঝুঁকি ছড়িয়ে আছে। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৮,৫৪৩ জন, যা প্রতিদিন গড়ে প্রায় ২৩ জনের সমান। ডব্লিউএইচও বলছে, প্রতি এক লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ১৮.৬–১৯ জন, দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে বেশি। শহরের রাস্তা থেকে গ্রাম-প্রান্তরের সড়ক—প্রায়ই দেখা যায় চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন, হেলমেট বা সিটবেল্ট ব্যবহার নেই, এবং সিগন্যাল ও ট্রাফিক আইন উপেক্ষা করা হচ্ছে। এসবই মৃত্যুর প্রধান কারণ। অনেকে বলছেন, অসচেতনতা, শাস্তির অভাব এবং আইনশৃঙ্খলার অবনতি এই দুর্ঘটনাকে আরও বাড়িয়ে তুলছে। হত্যার হার তুলনায় কম—প্রতি এক লাখে প্রায় ২ জন। তবে মিডিয়ায় খুনের খবর বড় হয়ে প্রকাশিত হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তার অনুভূতি কম থাকে না। বাড়ছে সামাজিক অবক্ষয়, নৈতিক...