সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ চাল জব্দ করা হয়। এ সময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করা হয়। আটক দোকানদাররা হলেন স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী। তাদের দোকান থেকে চাল সরানোর সময় আটক দুই শ্রমিক হলেন শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া, যাদের উভয়েই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা দোকান থেকে উদ্ধার করা হয়। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম...