এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগারদের টপ অর্ডার। তবে মিডিল অর্ডারে জাকের ও শামীমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৯ রানের লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ।এতেও শেষ রক্ষা হয়নি টাইগারদের হেসেখেলে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ১৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় তারা।শনিবার (১৩ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে তানজিদ তামিমকে বোল্ট আউট করেন নুয়ান তুষারা। পরের ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছে সাজঘরের পথ ধরেন পারভেজ ইমনও।এতে দলীয় রান যোগ হওয়ার আগে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরার জন্য ব্যাটিং লড়াই করছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। পঞ্চম ওভারে বল আকাশে...