পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নারী ও শিশু নিহত হয়েছেন। জামফারা রাজ্যের ফাস গ্রামে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (NURTW) এর কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, বাসটি একটি সেতুর ওপর থামানো ছিল, যা আংশিকভাবে ধসে পড়েছিল। হঠাৎ করেই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি নববধূ ও তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা নারী ও শিশুদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। বাসটি কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। নাইজেরিয়ায় দুর্বল সড়ক অবকাঠামো ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে...