ভারতে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হন্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতে তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। পরে তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করে বিজিবি। এসব বাংলাদেশি নাগরিক সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। এদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এই বাংলাদেশিরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি...