এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের লড়াই আফগানিস্তানের বিপক্ষে। রশিদ খানদের বিপক্ষে ম্যাচ টাইগারদের যাত্রা শেষ অথবা দারুণ শুরু।কোন পথে হাঁটবে লিটন দাসরা? সেরা খেলা উপহার দিতে পারবে বাংলাদেশ? শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ধস নামলেও জাকের আলি ও শামীম হোসেনের অপরাজিত ৮৬ রানের জুটি শেষ পর্যন্ত লড়াইয়ে রাখে বাংলাদেশকে। টপ অর্ডারের ব্যর্থতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নতুন বলে রান না এলে চাপে পড়ে যায় গোটা দল। তাই আফগানিস্তানের বিপক্ষে স্পটলাইট থাকবে অধিনায়ক লিটন দাসের উপর। হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকানো লিটনের ব্যাট থেকেই ম্যাচের শুরুতে ছন্দ পাওয়ার আশা করছে টাইগাররা। কিন্তু কাজটা সহজ নয়। কারণ তাদের সামনে অপেক্ষা করছে এশিয়ার অন্যতম সেরা স্পিন আক্রমণ। নেতৃত্বে রশিদ খান, অভিজ্ঞ মোহাম্মদ নবী, বাঁ হাতি সেনসেশন নূর আহমাদ আর নতুন...