সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন অনেক দম্পতির মনেই একটি সাধারণ প্রশ্ন জাগে,“আমাদের রক্তের গ্রুপ যদি এক হয়, তাহলে কি ভবিষ্যতের সন্তানের কোনো সমস্যা হতে পারে?” বিশেষ করে আশেপাশের কেউ বললে যে রক্তের গ্রুপ এক হলে সমস্যা হয়, দুশ্চিন্তা আরও বাড়ে।চিকিৎসাবিজ্ঞানের মতে, রক্তের গ্রুপ এক হওয়ায় সাধারণভাবে কোনো সমস্যা হয় না। তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে Rh ফ্যাক্টর সম্পর্কিত বিষয়গুলো মাথায় রাখা জরুরি।রক্তের গ্রুপ এবং গুরুত্বমানুষের রক্তে থাকা বিভিন্ন অ্যান্টিজেনের ওপর ভিত্তি করে রক্তের গ্রুপ নির্ধারিত হয়। সাধারণত আমরা যেটা জানি তা হলো, A, B, AB এবং O। এগুলো ABO গ্রুপিং পদ্ধতির অংশ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Rh ফ্যাক্টর, যার ভিত্তিতে রক্ত হয় পজিটিভ (+) বা নেগেটিভ (–)। এটি বিশেষভাবে সন্তানের গর্ভধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে...