অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার ডিসেম্বর মাসের মধ্যে ছয়টি সংস্কার কমিশনের প্রায় ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন করতে পারবে।রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় তিনি এই মন্তব্য করেন।ড. আসিফ নজরুল জানান, তাৎক্ষণিকভাবে কার্যকর করার মতো আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর প্রায় অর্ধেক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই অন্তত ৭০ শতাংশ সংস্কার সম্পন্ন করে যাওয়া সম্ভব।তিনি আরও বলেন, যে সকল সংস্কার প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট, সেগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন, কারণ অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না।তবে তিনি উল্লেখ করেন, কিছু প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে তা তেমন নয়। উদাহরণস্বরূপ, সংসদীয় স্থায়ী কমিটির প্রধান কে হবেন,...