চট্টগ্রাম:উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশ একবারই স্বাধীন হয়। বাংলাদেশও স্বাধীন হয়েছে একবার ১৯৭১ সালে।৭১-কে যারা স্বীকার করে না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ির নাজিরহাটে তৃণমূলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। চট্টগ্রাম থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।সরওয়ার আলমগীর বলেন, ধানের শীষের জোয়ার দেখে একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। গোষ্ঠীটি পিআর এর নামে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ সচেতন। তাদের সে আশা পূরণ হতে দেবে না। যারা নির্বাচনকে ভয় পায় তারাই পিআর এর কথা বলছে। নাজিরহাট পৌরসভা বিএনপির নেতা বশির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি'র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা...