গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ ঘিরে যখন বিশ্বের নানা প্রান্তে ক্ষোভ জমছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এক অনুষ্ঠানে বললেন, ইসরায়েল এখন এক ধরনের "বিচ্ছিন্নতার" মুখে, আর এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে। তাঁর ভাষায়, ইসরায়েলের সামনে এখন একমাত্র পথ—নিজের পায়ে দাঁড়ানো। তেল আবিবে অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, দেশের অর্থনীতিকে এখন এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সেটা বাইরের সাহায্য ছাড়াও চলতে পারে। নিজের ভাষায় তিনি এটিকে বললেন “স্বনির্ভরতা”—যদিও এই শব্দটি তাঁর নিজেরই অপছন্দের। কারণ, একসময় তিনিই দেশকে উন্মুক্ত বাজার অর্থনীতির পথে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, অস্ত্র বাণিজ্য এখন সবচেয়ে বড় যে সংকটের মুখে পড়েছে, তা হলো বৈশ্বিক বিচ্ছিন্নতা। ইসরায়েলের অস্ত্র আমদানির ওপর নানা দেশের বিধিনিষেধ আসছে। ফলে ভবিষ্যতে দেশকে নিজের অস্ত্র শিল্প আরও শক্তভাবে গড়ে তুলতে...