এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য আর কেবল নিজেদের হাতে নেই। হংকংয়ের বিপক্ষে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার খাদের কিনারায় ঠেলে দিয়েছে টাইগারদের। গ্রুপপর্বে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের তো বিকল্প নেই-ই, জিতলেও লিটন-হৃদয়দের তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। টুর্নামেন্টে টিকে থাকতে আগে আফগানদের বিপক্ষে জয় আবশ্যক। সে পথে বিশ্বাস হারাতে চান না বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। টাইগারদের স্পিন কোচ মুশতাক আত্মবিশ্বাসী সুপার ফোরে খেলা নিয়ে। বললেন, ক্রিকেটারদের প্রতি বিশ্বাস রাখতে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অবশ্যই, সেই বিশ্বাস রাখতে হবে। কোচ ও ম্যানেজমেন্ট বারবার তাদের এটাই বলছে। আমারও এই বিশ্বাস আছে আমরা যাব সুপার ফোরে। অনেক যদি-কিন্তু সামনে,...