পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সাময়িক স্বস্তি ফিরলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক বাড়িতে এখনও রান্নার উপযোগী পরিবেশ তৈরি হয়নি। বিশুদ্ধ পানিরও তীব্র সংকট বিরাজ করছে। ত্রাণ ও চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ব্যারেজ পয়েন্টের ইনচার্জ নুরুল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সারাদিন পানির প্রবাহ স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিকেলের দিকে পরিস্থিতি পরিবর্তন হতে পারে কি না, সেটা তখন বলা যাবে।...