সম্পদ ব্যবস্থাপনায় দেশের অন্যতম শীর্ষ কোম্পানি এলআর গ্লোবাল বাংলাদেশ অভিযোগ করেছে, তাদের প্রতিযোগীরা, ‘অন্তত একজন সাংবাদিকের সহযোগিতায়’, গণমাধ্যমে ‘ভুল’ তথ্য ছড়াচ্ছে। সোমবার এলআর গ্লোবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিছু গণমাধ্যম এই বিভ্রান্তিকর উপাদানগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এলআর গ্লোবালের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। “এই ধরনের ভুল তথ্য প্রচারণা আমাদের নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যবসায়িক সহযোগীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছে, যার মাধ্যমে আমাদের ক্ষতি করার প্রয়াস চলছে।” সংবাদ বিজ্ঞপ্তিতে সেই প্রতিযোগী বা সাংবাদিকের নাম বলা হয়নি। কী ধরনের ‘ভুল তথ্য বা প্রচার’ চালানো হচ্ছে, সেটাও স্পষ্ট করা হয়নি। সেখানে বলা হয়েছে, “এলআর গ্লোবাল বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ কখনোই পাওয়া যায়নি। উত্থাপিত যে কোনো উদ্বেগ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি এবং ৬...