রাজধানীর যানজট এখন ভয়াবহ। নানা কাজে ব্যস্ত নগরীর মানুষগুলো যানজটের কাছে এসে যেন একেবারেই অসহায়। শুধু ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যা বছরে ৯৮ হাজার কোটি টাকার ক্ষতির সমান বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। সম্প্রতি শহরের বিভিন্ন সড়কের সোজা রাস্তা বন্ধ করে এবং যত্রতত্র ইউটার্ন করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এতে সুফল মিলছেই না বরং রাস্তা সরু হয়ে যানজট দীর্ঘতর হচ্ছে বলে জানান চালকরা। শুধু তাই নয়, সম্প্রতি ১৮ কোটি টাকা ব্যয়ে রাজধানীর ২২টি মোড়ে স্বয়ংক্রিয়ভাবে চলা সড়ক বাতি বসানো হলেও হাতের ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন। সারা বছরই চলতে থাকা সড়কের খোঁড়াখুঁড়ি কিংবা নির্মাণ কাজ যানজটের এই দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীকে বিকেন্দ্রীকরণ ও অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ না করলে সড়কের...