১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম আবারও ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানে হামলা চালাল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এ অভিযানে নিহত হয়েছেন অন্তত তিনজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার নির্দেশেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, দিনটির সকালে যুক্তরাষ্ট্রের সেনারা দ্বিতীয় দফায় মাদকবিরোধী অভিযান চালায়। তার দাবি, এটি ছিল সহিংস মাদক কার্টেল ও নারকো-সন্ত্রাসীদের নৌযান, যেখানে কোকেন ও ফেন্টানিল বহন করা হচ্ছিল। যদিও নৌযানটিতে মাদক ছিল—এমন কোনো প্রমাণ প্রকাশ করেননি তিনি। হামলার উদ্দেশ্য হিসেবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, “আজ সকালে আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনারা দ্বিতীয় দফা হামলা চালিয়েছে।...