১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম সদ্য ভূমিষ্ঠ পাঁচ দিনের নবজাতককে মাত্র ৩৫ হাজার টাকার চুক্তিতে বিক্রি করে দিলেন এক পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন সময়েই পিতা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের শাহজাহান নামের এক ব্যক্তির সাথে ৩৫ হাজার টাকায় বিক্রির চুক্তি করেন। এরপর ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে ওই মা জমজ দুই ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু ১৩ সেপ্টেম্বর মায়ের অজান্তেই বাবা চুক্তি অনুযায়ী জমজ সন্তানদের একজনকে ৩৫ হাজার টাকার বিনিময়ে শাহজাহানের হাতে তুলে দেন। শাহজাহান মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদের পুত্র। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ সেপ্টেম্বর স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ক্রেতার সাথে পুনরায় আলোচনায় বসে ৫০...