১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম সারা দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনে রাতে একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বুলেটিনে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভানে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া বুলেটিনে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকেমাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিনে ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার দেশের...