ভেনেজুয়েলার একটি ‘মাদকবাহী’ নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলায় প্রাণ গেছে অন্তত ৩ জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, নৌযানটিতে করে তাঁর দেশে মাদক পাচার করা হচ্ছিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ থেকে এই হামলা চালানো হয়। গতকাল সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আজ সকালে আমার নির্দেশে মার্কিন সেনাবাহিনী দক্ষিণ সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালায়। অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো আমেরিকার জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।’ নিজের পোস্টের সঙ্গে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেছেন ট্রাম্প। ভিডিওটির ওপরের দিকে ‘আনক্ল্যাসিফাইড’ লেখা দেখা যাচ্ছিল। ভিডিওতে পানিতে থাকা একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে...