এশিয়া কাপের ‘এ’ গ্রুপে সোমবার (১৫ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে ওমানকে ৪২ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ওমানকে। আর এর সুবাদেই সবার আগে সুপার ফোর নিশ্চিত করল ভারত। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় আমিরাত। ওপেনার আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম গড়েন ৮৮ রানের অনবদ্য জুটি। শারাফুর ৩৮ বলে ৫১ আর ওয়াসিমের ৫৪ বলে ঝকঝকে ৬৯ রানে দাঁড়িয়ে যায় শক্ত ভিত। এরপর ইনিংসের মাঝপথে কিছুটা ধাক্কা খেলেও জোহাইবের ১৩ বলে ২১ ও হার্শিত কৌশিকের অপরাজিত ৮ বলে ১৯ রানে দল পৌঁছে যায় ৫ উইকেটে ১৭২-এ।আরো পড়ুন:ক্যাচ মিস আর নো-বলের মহড়ায় হংকংয়ের হারপাকিস্তানকে সহজেই হারিয়ে ‘সুপার ফোরে’ এক পা ভারতের জবাবে ব্যাট হাতে শুরুতেই ভেঙে পড়ে ওমান।...