বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অর্থাৎ ১৯৭২-২০২৫ সাল পর্যন্ত অভ্যন্তরীণ রাজনীতি, আন্দোলন, সশস্ত্র সংঘর্ষ, সামরিক ক্যু ও পাল্টা ক্যু—এসব ঘটনায় জর্জরিত, নিপীড়িত এবং প্রভূত সমস্যায় নুয়ে পড়ে আছে। স্বাধীনতার প্রথম বছরগুলোতেই খাদ্যাভাব, শরণার্থীর চাপ, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা জনজীবনে হতাশা সৃষ্টি করে। পরবর্তীসময়ে রাজনৈতিক নেতৃত্বের বিভাজন, ১৯৭৫ সালের করুণ হত্যাকাণ্ড, বারবার সামরিক শাসন, ১৯৯০ এর গণআন্দোলন, ২০০৭–২০০৮ সালের জরুরি অবস্থা কিংবা সাম্প্রতিক ২০২৪ সালের ছাত্র আন্দোলন—সবই প্রমাণ করে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ও সামাজিক পরিমণ্ডল প্রায় প্রতিটি দশকেই অস্থিরতার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ- শিশু থেকে মধ্যবয়সী বা প্রবীণ হওয়া একটা দেশ। সশস্ত্র সংগ্রাম থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশ। লক্ষ জনতার প্রাণের বিনিময়ের দেশ। ১৯৭১ থেকে ২০২৫, ৫৪ বছর। আমাদের মাতৃভূমি আমরা সযতনে রাখতে পারিনি। আমাদের নিজস্ব মারামারি, প্রতারণা, গাদ্দারি, স্বার্থ, লোভাতুর লোলুপ চাহিদা আর...