এশিয়া কাপে গতকাল সোমবারের ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান তুলেছিল হংকং। রান তাড়ায় মাঝে কিছুটা চাপে পড়লেও ইনিংসের ৭ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। লঙ্কানদের জয়ে হংকংয়ের বেহাল ফিল্ডিংয়ের অবদানও কম নয়! গতকাল ৬টি ক্যাচ ছেড়েছে হংকং। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ছাড়ার যৌথ রেকর্ড এটি। এরমধ্যে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলা পাতুম নিশাঙ্কা জীবন পেয়েছেন চারবার। আর চারে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করা কুশল মেন্ডিস দুবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন। গতকালের জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সুপার ফোরের দৌড়ে অনেকটা এগিয়ে গেল শ্রীলঙ্কা। অন্যদিকে চাপ বেড়েছে বাংলাদেশের ওপর। সে চাপ সামলে গ্রুপ পর্ব পেরোতে নানান অঙ্কের...