শুভ্র মেঘের দলে ভেসে এলো আশ্বিনের বার্তা। কাশবন দুলে উঠছে সাদা রূপে, প্রকৃতির ক্যানভাসে ফুটে উঠছে শান্ত সৌন্দর্য। আজ পহেলা আশ্বিন। ষড়ঋতুর বাংলা পঞ্জিকার ষষ্ঠতম মাস আশ্বিন। অশ্বিনী নক্ষত্রের নামানুসারেই আশ্বিন মাসের নামকরণ।বাংলার ঋতুচক্রে আশ্বিন মানেই আকাশজুড়ে ভেসে বেড়ানো সাদা মেঘ, রোদের কোমলতা আর হাওয়ার মিষ্টি ছোঁয়া। ভোরের কুয়াশা যেন শিউলি ফুলের সুবাসে ভিজে ওঠে। দিনের বেলায় নীল আকাশে জমে ওঠে তুলোর মতো সাদা মেঘ, আর বিকেলে হালকা শীতল হাওয়া জানান দেয় শীতের আগমনী বার্তা।আশ্বিন শুধু প্রকৃতির রূপ বদল নয়, উৎসবেরও মাস। সামনে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা—বাঙালির সবচেয়ে বড় ধর্মীয়-সাংস্কৃতিক উৎসবগুলোর প্রস্তুতি শুরু হয় এ সময়। কাশবনে খেলা করা শিশুরা, পাড়ায় পাড়ায় ঢাকের আওয়াজ, আর মণ্ডপে মণ্ডপে রঙতুলির ছোঁয়া—সব মিলিয়ে আশ্বিন হয়ে ওঠে আনন্দ আর আবেগের মাস।প্রকৃতিপ্রেমীরা বলেন, আশ্বিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য...