এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। তবে এশিয়া কাপে কঠিন পরীক্ষার সামনে টাইগাররা। সুপার ফোরে যেতে চাইলে আফগানিস্তানকে হারাতেই হবে। আর সেক্ষেত্রে ব্যাটারদের পাশাপাশি বোলারদের নিয়ে তাই আত্মবিশ্বাসী স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে চাইলে কত রান করা উচিৎ প্রশ্নের জবাবে মুশতাক বলেন, 'দারুণ প্রশ্ন করেছেন। আমাকে আরও একটু প্রশ্ন করুন। বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতেছে। আমরা কন্ডিশন ও পরিস্থিতি জানি। বোর্ডে রান থাকলে বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। আমরা বিশ্বাস করি, ১৬০-১৭০ রান করলে আমাদের ঐ বোলিং ইউনিট আছে।' রশিদ খানদের স্পিনকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন মুশতাক, 'বড় চ্যালেঞ্জ ওদের স্পিন ডিপার্টমেন্ট। বিশেষ করে মাঝখানের ওভারগুলোতে। যদি এটা সামলাতে পারি, ভালো একটা রান জড়ো করতে পারি, ওদের চ্যালেঞ্জে ফেলতে পারব।...