প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন- প্রকৌশলী মোহাম্মদ মহসিন আলী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী মোয়েদ রুমি, প্রকৌশলী আব্দুর রউফ, প্রকৌশলী ড. রিয়াজ হাসান খন্দকার, প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী মোফাজ্জল হক শরীফ, প্রকৌশলী হারুন অর রশিদ হারুন, প্রকৌশলী ইকবাল করিম, প্রকৌশলী আব্দুস সোবহান, প্রকৌশলী রেজাউল ইসলাম স্বপন, প্রকৌশলী...