সিলেট ও মৌলভীবাজারে র্যাব ও পিবিআই হেফাজতে দুই আসামির মৃত্যু হয়েছে। তারা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশের এই দুই ইউনিট। সিলেটে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে র্যাবের হেফাজতে এক আসামির মৃত্যু হয়। র্যাবের দাবি, ওই আসামি কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মারা যাওয়া আসামির নাম তানভীর চৌধুরী। তার বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন। শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯। সোমবার (১৫ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, তানভীর চৌধুরী রোববার সকালের দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে গায়ে জড়ানোর জন্য যে কম্বল দেওয়া হয়েছে, সেই কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। রোববারই নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের...