ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে আয়োজিত জরুরি বৈঠকে এই আহ্বান জানান তারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসেন আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর নেতারা। প্রায় ৬০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ যৌথ অধিবেশনে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সময়ে কাতারে হামলা চালানোর প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, সব রাষ্ট্রকে আহ্বান জানানো হচ্ছে, তারা যেন ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার কার্যক্রম চালিয়ে যেতে বাধা দিতে সম্ভাব্য সব আইনি ও কার্যকর পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে দখলদার দেশটির সঙ্গে কূটনৈতিক ও...