ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশেও জনপ্রিয় এই অভিনেত্রী। তার হাসি, তার স্টাইল, তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন তরুণদের আইকন। সানসিল্ক বাংলাদেশের এর আমন্ত্রণে এসে অংশ নেবেন বিশেষ এক ইভেন্টে। সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’ হানিয়া আমির পাকিস্তানে সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সূত্রেই এবার বাংলাদেশ সফরে আসছেন তিনি। ঢাকায় কয়েকদিন অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার। সানসিল্ক বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তাদের আমন্ত্রণে শিগগিরই ঢাকায় আসবেন এই তারকা। তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন, তা পরে জানানো হবে।...