এশিয়া কাপে আন্ডারডগ হংকং প্রায় অসম্ভবকে সম্ভব করেই ফেলেছিল। আফগানিস্তান আর বাংলাদেশের বিপক্ষে সহজে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে তারা তৈরি করেছিল রোমাঞ্চকর লড়াই। কিন্তু শেষ পর্যন্ত ক্যাচ মিস আর নো-বলের খেসারতে ম্যাচ হাতছাড়া হয়ে যায় তাদের। আর ৪ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। আর এই জয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে হংকং দাঁড় করায় ২০ ওভারে ১৪৯ রান। ইনিংসের দুই ভরসা ছিলেন অনুশমান রাঠ (৪৮) ও নিজাকাত খান (৩৮ বলে অপরাজিত ৫২)। তাদের দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহ গড়লেও সেটিকে রক্ষা করতে পারেনি দল।আরো পড়ুন:আমিরাতের দাপুটে জয়ে সুপার ফোরে ভারতপাকিস্তানকে সহজেই হারিয়ে ‘সুপার ফোরে’ এক পা ভারতের বল হাতে নামার পর শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল হংকং। ইয়াসিম মুর্তজা আর ইহসান খানের ঘূর্ণিতে ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা...