গ্রিসের বাণিজ্যিক নগরী থেসালোনিকিতে জমকালো আয়োজনে শুরু হয় ৮৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলায় এবার অংশগ্রহণ করে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা শেষ হয়েছে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশের স্টলে প্রদর্শিত হয় দেশের বহুমুখী গার্মেন্টস পণ্য, সিরামিক, পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য। পাশাপাশি, বাংলাদেশের পর্যটন খাতের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরা হয় প্রচারণামূলক উপকরণ ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় আগত দর্শনার্থীদের সামনে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যসমূহ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়, যা দর্শক ও ব্যবসায়ীদের বিশেষ আগ্রহের সৃষ্টি করে। বাংলাদেশের স্টল পরিদর্শন করেন থেসালোনিকি চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট এবং মেলার পরিচালক। তারা বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জানান। এ সময় উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত...