এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে বাংলাদেশের সামনে থাকা বাস্তবতা দুই ধরনের। প্রথম ভাগে এটি লিটন দাসদের জন্য বাঁচা-মরার লড়াই। চার দলের গ্রুপের মধ্যে কোনো দেশ দুটি ম্যাচ হেরে গিয়ে সেরা দুইয়ের মধ্যে থাকার আকাক্সক্ষা অনেকটা আকাশ কুসুম কল্পনার মতোই। দ্বিতীয় বাস্তবতার সামঞ্জস্য রূপকথার গল্পের ফিনিক্স পাখির মতো। এই ম্যাচে দুর্দণ্ড প্রতাপের সঙ্গে ফিরে এসে জিতে সুপার ফোর পর্বে নাম লেখানো এবং শেষমেশ চতুর্থ চেষ্টায় শিরোপাজয়ী দলের কাতারে নিজেদের নাম তোলা। যেমনটা গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে নাকানিচুবানি হারের পর বলেছিলেন জাকের আলী। এসব সম্ভাবনাই নির্ভর করছে বাংলাদেশের মাঠের নৈপুণ্যের ওপর। আর ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, সেখানে পরিসংখ্যানও পাশে দাঁড়াচ্ছে না বাংলাদেশের। আফগানদের বিপক্ষে ১২ বারের দেখায় বাংলাদেশের জয় যে মাত্র পাঁচটি, অন্য হাতে পারের তেতো স্বাদ পেতে হয়েছে সাতবার। তাই আবুধাবিতে...