প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক জলপথে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা করা একটি সন্দেহভাজন ভেনেজুয়েলার মাদকবাহী জাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ‘হিংস্র মাদকপাচারকারী কার্টেল’ হিসেবে বর্ণিত নৌকায় আক্রমণে তিনজন নিহত হয়েছেন। তবে তিনি জাহাজটিতে মাদক ছিল—এমন কোনও প্রমাণ দেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সকালে আমার আদেশে, মার্কিন সামরিক বাহিনী স্পষ্টভাবে সনাক্তকৃত, চরম হিংসাত্মক মাদকপাচারকারী চক্র ও মাদক-সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দ্বিতীয় একটি সরাসরি সামরিক হামলা পরিচালনা করেছে। এই অত্যন্ত হিংস্র মাদকপাচারকারী চক্রগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’ পোস্টটিতে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছিল, যা একটি জাহাজের পানিতে বিস্ফোরিত হয়ে জ্বলতে শুরু করার দৃশ্য বলে মনে হচ্ছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, কারাকাস মার্কিন ‘আক্রমণের’ বিরুদ্ধে নিজেকে রক্ষা...