মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এক অভাবনীয় অভিযানে ইমিগ্রেশন বিভাগের এক দম্পতিকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে, তারা ঘুষ গ্রহণ করে সোনার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। দুর্নীতি দমন কমিশনের তথ্যমতে, ৪০ বছর বয়সী এই দম্পতি একটি সিন্ডিকেটের মূলহোতা। তারা বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশ ও কাজ করার সুযোগ করে দিত। তদন্তে উঠে এসেছে, তারা ২০২০ সাল থেকে ঘুষের টাকা দিয়ে একটি গয়নার দোকান চালু করে, যার প্রাথমিক মূলধন ছিল ৬ লাখ রিঙ্গিত। ডেপুটি চিফ কমিশনার (অপারেশনস) আহমেদ খুসাইরি ইয়াহায়া জানান, সিন্ডিকেটের আওতায় বিদেশি শ্রমিকদের ফাইল প্রক্রিয়াজাত করার সময় নিয়োগকর্তাদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করা হতো। সাত দিনের কাজ তিন দিনে শেষ করে দেওয়ার বিনিময়ে প্রতিটি বিদেশি কর্মীর জন্য ৭০০ রিঙ্গিত ঘুষ নিত দম্পতি। এর মধ্যে ১৫০ রিঙ্গিত সরাসরি তাদের পকেটে...