প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ মানুষের ছিন্নভিন্ন লাশ রাস্তায় পড়েছিল এবং বাতাসে চিৎকারের শব্দ শোনা যায়। কর্তৃপক্ষের ধারণা, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভিপুলিশের ডেপুটি কমিশনার কৃষ্ণা লালচন্দানি বলেন, ট্রাকচালক ব্যাপক মাতাল অবস্থায় ছিল। সে প্রথমে দুই বাইকারকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় অনেক মারাত্মক আহত হয়েছেন। পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার এক পর্যায়ে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি নিচে আটকে থাকা বাইকের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩এদিকে এ ঘটনায় ইন্দোর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুটি মরদেহ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের...