কিশোরগঞ্জের কটিয়াদীর ১০ বছরের ফুটবল জাদুকর জিসানের জীবনে নতুন অধ্যায় যোগ হয়েছে। স্থানীয়ভাবে ‘ক্ষুদে ম্যারাডোনা’ নামে পরিচিত এই শিশু এখন পাচ্ছে বড় পরিসরে নিজেকে গড়ে তোলার সুযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল কৌশলের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জিসানের বাড়িতে গিয়ে বুট, জার্সি ও ফুটবলসহ খেলাধুলার সরঞ্জাম তুলে দেন। একইসঙ্গে তার পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। জিসানের বাবা জজ মিয়া বলেন, আমি বিশ্বাস করতাম একদিন না একদিন কেউ আমার ছেলেকে চিনবে। আজ সেই স্বপ্ন পূর্ণ হলো।...