এশিয়া কাপে একের পর এক একপেশে ম্যাচের পর অবশেষে দর্শকরা রোমাঞ্চকর এক লড়াই দেখতে পেলেন। হংকং চায়নার বিপক্ষে অল্পের জন্য লজ্জাজনক পরাজয় এড়াতে সক্ষম হলো শ্রীলঙ্কা। ৭ বল হাতে রেখে তারা জিতেছে ৪ উইকেটে। এর পেছনে হংকংয়ের বাজে ফিল্ডিংয়ের অবদান সবচেয়ে বেশি। ১৫০ রানের টার্গেট নিয়ে লড়াইয়ে নামে শ্রীলঙ্কা। হংকংয়ের ফিল্ডাররা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। মোট ছয়টি ক্যাচ ফেলে দেয় তারা, যার মধ্যে একাই চারবার জীবন পেয়ে যান ওপেনার পাথুম নিসাঙ্কা। এই সুযোগে তিনি খেলেন ৬৮ রানের ইনিংস। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে মাত্র তৃতীয়বার কোনো ব্যাটার চারবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন। ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। তখন প্রয়োজন ছিল ১৭ বলে ২৩ রান। ম্যাচ পুরোপুরি হংকংয়ের দিকেই ঝুঁকছিল। কিন্তু অধিনায়ক ইয়াসিম মুর্তাজার এক মারাত্মক ভুলে বদলে...