১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় গত রোববার পিকক থিয়েটারে বসে জমকালো এই আসর। টেলিভিশন শিল্পীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনে ইতিহাস গড়লেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে তিনি বনে গেলেন চলতি আসরের সর্ব কনিষ্ঠ বিজয়ী। নেটফ্লিক্সের আলোচিত মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এ সম্মান পেয়েছেন তিনি। জানা যায়, সিরিজটির চারটি পর্বের শুটিং হয়েছিল যখন ওয়েনের বয়স ছিল মাত্র ১৪। ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া এই কিশোর সেই বয়সেই আন্তর্জাতিক অভিনয় জগতে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে ওয়েন কুপার বলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবার আর আপনজনদের জন্যও অনেক বড়...