দিনের শুরুটা করি দাঁত ব্রাশ দিয়ে। কিন্তু যদি তা সত্ত্বেও মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তখন দিনটাই যেন কেমন মাটি হয়ে যায়, তাই না? অফিসের মিটিং হোক বা বন্ধুদের আড্ডা—মুখের গন্ধ থাকলে খোলামেলা কথা বলা, হাসাহাসি—সবকিছুতেই অস্বস্তি লাগে।অনেকে ভাবেন, দিনে দু’বার ব্রাশ করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। মুখের দুর্গন্ধ শুধু ব্রাশের অভাবে হয় না—এর পেছনে থাকতে পারে আরও অনেক কারণ।আরও পড়ুন :দাঁতে দাগ? জেনে নিন দূর করার ৬ ঘরোয়া উপায়আরও পড়ুন :যে ৫ কারণে সারাক্ষণ ক্লান্ত লাগেসকালে ঘুম থেকে উঠেই পায়ে ঝিঁঝি? জানুন কেন হয়চলুন, জেনে নিই মুখে দুর্গন্ধ হওয়ার কারণগুলো এবং এর সহজ কিছু সমাধান।মুখে দুর্গন্ধ কেন হয়?দাঁতের সমস্যা ও ব্যাকটেরিয়া জমা:মুখে ব্যাকটেরিয়া জমে গেলে নিঃশ্বাসে দুর্গন্ধ আসতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয়...