আনিসুল হক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের নেতৃত্ব দেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ক্ষমতায় এলে সুনামগঞ্জ-১ আসনসহ সারাদেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হবে।নির্বাচন বানচালের অপচেষ্টা জনগণই প্রতিহত করবে : জেএসডিতিনি আরও বলেন, তারেক রহমান জনতার নেতা। তিনি নির্দেশ দিয়েছেন—জনগণের পাশে থাকতে হবে, কারও প্রতি অবিচার নয়, সবাইকে ভালোবাসতে হবে। তার ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে সকল শ্রেণিপেশার মানুষের অধিকার নিশ্চিত থাকবে।উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহীন আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিন, সদস্য আবুল হুদা, এমদাদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান...