১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না। কাতার যেহেতু যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তাই এ ঘোষণা আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ট্রাম্প এ তথ্য দেন। তিনি বলেন, কাতার যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র, তাই ইসরায়েল এখন থেকে দোহা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথেই এগোবে। এর আগে গত ৮ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী, যা বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দেয়। সেই ঘটনার প্রেক্ষিতেই নতুন বার্তা দিয়েছেন ট্রাম্প। সংবাদমাধ্যম...