ভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান। খবর আল জাজিরার। এছাড়া নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলেও দাবি করেন তিনি। গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা। ট্রাম্প জানান, হামলায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। তবে নৌযানটিতে মাদক ছিল—এমন কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আজ সকালে আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ সামরিক কমান্ডের (সাউথকম) আওতাধীন এলাকায় অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুনভেনেজুয়েলায় বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু তিনি আরও লেখেন, ‘এই অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের...